Durnitibarta.com
ঢাকাশনিবার , ২৯ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২৯, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২৯ অক্টোবর শনিবার সকাল ১০ টায়। দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০ টায় র‍্যালীটি বের হয়ে দেওয়ানগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,পরে থানা চত্তরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানা ওসি (তদন্ত) আনছার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল,দেওয়ানগঞ্জ একে এম মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল নারায়ণ চন্দ্র পাল,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খাইরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,জেলা পরিষদ সদস্য হারানো রশিদ হারুন,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল সহ আরও অনেকেই। উপস্থিত ছিলেন উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ইউপি সদস্য সহ জনসাধারণ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস,ইভটিজিং,বাল্যবিবাহ, জঙ্গিবাদ মুক্ত এলাকা তৈরি করতে চাই।