দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরে দেওয়ানগঞ্জ ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ ঘটিকায় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আব্দুল আলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবীর অপু ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । দিনব্যাপি এই মেলায় ২০ টি স্টল অংশগ্রহণ করে ।

