খাইরুল ইসলাম আল আমিন: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কৃষকের পাকা বোরো ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে ঈশ্বরগঞ্জে উপজেলা সেচ্ছাসেবক লীগ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সামি ওসমান গনি ও সাইফুল ইসলাম ভূঁইয়ার তত্ত্বাবধানে সোমবার পৌর শহরের দত্তপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমানের কেটে দেয় উপজেলা সেচ্ছাসেবক লীগ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় এবং ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি নাজমুল হক মন্ডলের নেতৃত্বে দরিদ্র কৃষক হাবিবের ২৫ শতক পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি আমরা।
ধান কাটার সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, সাবেক সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জলিল , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এক এম ফরিদুল্লাহ , ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এ কে এম অমিত উল্লাহ, উপজেলা তাঁতী লীগের সভাপতি মাজহারুল ইসলাম বাবু, সাবেক আহবায়ক আনারুল হক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক চয়ন সাহা, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুজ্জামান আকন্দ রানা, সাবেক সহ সভাপতি গৌতম চন্দ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন আহবায়ক সাদিকুল ইসলাম সাদেক, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম খালেকসহ ঈশ্বরগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

