Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কবিগুরুর স্মৃতিবিজড়িত ঈশ্বরগঞ্জে রবীন্দ্র জন্মবার্ষিকী পালিত

প্রতিবেদক
Mym Office
মে ৯, ২০২৩ ২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত আঠারবাড়ি জমিদারবাড়ি প্রাঙ্গণে আঠারবাড়ি ডিগ্রি কলেজ মিলনায়তনে কবির ১৬২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার আলোচনা সভা ,কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত,আঠারবাড়ি ডিগ্রি কলেজ ও উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির সহযোগিতায় নৃত্যে অংশগ্রহণ করে শিশুশিল্পী প্রিয়ন্তি ভট্টাচার্য্য, সঙ্গীত পরিবেশন করেন শিপ্রা কুর্মী শ্রাবণী, অনামিকা চৌধুরী, শিলা রানি সরকার ও পলি রানি সরকার।

‘সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যের আলোকে অধ্যক্ষ অজয় কিশোর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির সভাপতি ইউএনও মোসা. হাফিজা জেসমিন, কবি সোহরাব পাশা, সহকারী অধ্যাপক শহীদুল হক, ইউপি চেয়ারম্যান জুবের আলম রুপক, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ভূঞা,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ, পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, সাংবাদিক রতন ভৌমিক, শিল্পী এমদাদুল হক বাবুল, আবুদল রাশিদ ও কবি ফয়সল আহমেদ প্রমুখ।