Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আসন সমঝোতা চূড়ান্ত করতে ফের বৈঠকে আ.লীগ ও জাপা

প্রতিবেদক
Mym Office
ডিসেম্বর ১৬, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে ফের বৈঠকে বসেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা)। শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদে এমপি হোস্টলে দল দুটির নেতারা বৈঠকে বসেন বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

এর আগে আসন সমঝোতা করতে কয়েক দফায় দল দুটির নেতারা বৈঠকে বসলেও কোনো সমাধানে আসতে পারেনি। তাই প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন রবিবারের (১৭ ডিসেম্বর) আগেই আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে চায় দল দুটির শীর্ষ নেতারা।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সংসদের এমপি হোস্টলে এ নিয়ে বৈঠক করে দল দুইটির নেতারা। বৈঠক শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে উভয় পক্ষের সমঝোতা হয়েছে বলা হলেও জাপার পক্ষ থেকে বলা হয় কোনো সমঝোতা হয়নি। শনিবার আবারও তারা বৈঠকে মিলিত হবেন বলে তখন জানান জাপা নেতারা।

শুক্রবারের বৈঠকে উপস্তিত ছিলেন আওয়ামী লীগ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এবং জাতীয় পার্টির পক্ষে মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বর্তমান সংসদে সংরক্ষিত এমপি ছাড়া ২৩ জন এমপির আসনের পাশাপাশি নতুন করে আরও সাতটি আসনে জাপার সমর্থনে দলীয় প্রার্থী সরিয়ে নেওয়ার কথা বলছে আওয়ামী লীগ। কিন্তু জাতীয় পার্টি আরও বেশি আসন দাবি এবং স্বতন্ত্রপ্রার্থীকে প্রত্যাহার করার দাবি করলে আওয়ামী লীগ তাতে রাজি হয়নি। এসব বিষয়ে শনিবার চূড়ান্ত করতে নতুন করে বৈঠকে বসেছে দল দুটি।