Durnitibarta.com
ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

রওশন এরশাদের জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন শফিুকল ইসলাম সেন্টু

প্রতিবেদক
Mym Office
মার্চ ১১, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: কাউন্সিলের ৪৮ ঘণ্টা না যেতেই জাতীয় পার্টি (রওশন) থেকে পদত্যাগ করেছেন দলটির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু।

সোমবার বিকালে রওশন এরশাদ বরাবর নিজ স্বাক্ষরিত এক পদত্যাগপত্রে পারিবারিক ও স্বাস্থ্যগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এরআগে বিভিন্ন অনিয়ম নিয়ে জিএম কাদেরের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বলায় দলীয় পদ হারান সেন্টু। সেন্টুকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে মহানগর উত্তরের ছয় শতাধিক নেতাকর্মীও পার্টি থেকে পদত্যাগ করেন।

শফিকুল ইসলাম সেন্টু জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন।