বার্তা ডেস্ক: পাচার হওয়া অর্থ ফেরত আনতে গঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্সের প্রথম বৈঠক শুরু হয়েছে। কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হবে এ বৈঠকে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছে। দেশের ব্যাংক খাত থেকে ১ লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার হয়েছে বলে বিভিন্ন পক্ষের অভিযোগ রয়েছে।
পাচার হওয়া এই অর্থ কীভাবে, কাদের মাধ্যমে পাচার হয়েছে তা নির্ণয়সহ এ অর্থ দেশে ফেরত আনতে আলোচনা হয় টাস্কফোর্সের বৈঠকে। টাস্কফোর্সের প্রধান গভর্নর এবং সমন্বয়কের দায়িত্বে আছেন ডেপুটি গভর্নর জাকির হোসেন।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com