Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২৮, ২০২৪ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

বার্তা ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সভাপতি খাদিজা আক্তার ঊর্মি এবং সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৭ অক্টোবর) রাতে পৃথক দুটি খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা করার অভিযোগে শাহবাগ থানায় হওয়া মামলায় এজাহারনামীয় আসামি খাদিজা আক্তার ঊর্মি। তবে মোয়াজ্জেম এইচ রাকিব সরকারকে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা জানানো হয়নি।