Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২৮, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আসাদুল্লাহ হাদিস: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, ফ্রী মেডিকেল ক্যাম্প ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর)  বিকাল চার ঘটিকায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু’র নেতৃত্বে ঈশ্বরগঞ্জ খেলার  মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা  সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাটগোদাম সংলগ্ন এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে ঈশ্বরগঞ্জ খেলার মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

র‌্যালী ও সমাবেশে উপস্তিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবদী যুবদলের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, সহ সাধারণ সম্পাদক আমির হামজা নাজিম, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আশিক উজ্জ্বল, জাহাঙ্গীর আলম সহ সাংগঠনিক সম্পাদক জিয়া সাইবার ফোর্স ময়মনসিংহ জেলা শাখা, ঈশ্বরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির,  পৌরছাত্র দলের আহবায়ক তারেক আফরোজ নওশাদ, উপজেলা ও পৌর যুবদলের রফিকুল ইসলাম রবি, মাসুম, সৈকত, রিপন, শান্ত ভূইয়া, সুইম সহ আরও অনেকে। বর্ণাঢ্য র‌্যালীটিতে উপজেলা, ইউনিয়ন  এবং ওয়ার্ড সমূহের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয় কে ধরে না রাখতে পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ  অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজী রুখে দিতে হবে। যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোন প্রকার বিশৃঙ্খলা প্রশ্রয় দেবে না।