Durnitibarta.com
ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদক
Mym Office
অক্টোবর ২৮, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর : ঐক্য শান্তি প্রগতি এই শ্লোগান কে হৃদয় ধারণ করে জামালপুরে সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।গত রোববার বিকালে আরামনগর বাজারে উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সরিষাবাড়ী উপজেলা শাখা। অনুষ্ঠানে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহম্মেদ,উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম (জিএস),পৌর যুবদলের আহ্বায়ক মোঃ রমজান আলী ও উপজেলা যুবদলের সদস্য প্রভাষক রেজা ইমরান হাসান রাহুল বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া ও আবু সাঈদ, পৌর যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সাধু সহ ইউনিয়ন ও পৌরসভার যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ যুবদলের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।