Durnitibarta.com
ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সমন্বয়ক হাসিবকে শোকজ: তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেয়ার নির্দেশ

প্রতিবেদক
Mym Office
নভেম্বর ৩, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

কে. আই. আল আমিন: ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে মেট্রোরেলে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। এছাড়াও ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে পুলিশ হত্যা নিয়ে মন্তব্য করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হাসিবকে শোকজ করা হয়। জানা গেছে, সমন্বয়ক হাসিবকে তিন কার্যদিবসের মধ্যে আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের টক শো ‘প্রযত্নে বাংলাদেশ’ এর একটি পর্বে হাসিব আল ইসলাম বলেন, ‘মেট্রোরেলে আগুন, পুলিশকে হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না।’

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।