Durnitibarta.com
ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারে বনেকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ৬, ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা : চট্টগ্রাম নগরীর মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক প্রতিদিনের কাগজ চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোঃ মনির হোসেনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নগরীতে ব্যানার, পোস্টার লাগানো হয়েছে। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।

মঙ্গলবার ( ৫ নভেম্বর ) এক বিবৃতিতে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) সভাপতি নাগরিক সাংবাদিক মোঃ মোঃ খায়রুল আলম রফিক ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ বলেন, সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীতে মাদক কারবারিরা পোষ্টার লাগিয়েছে। এটি দুঃখজনক। আমরা এ ধরনের হয়রানি ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে চটগ্রাম সিএমপি কমিশনার ও উপ-পুলিশ কমিনারসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ কামনা জরুরী । অবিলম্বে মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার করাসহ অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের মিথ্যা ও বানোয়াট অপপ্রচার বন্ধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়েছেন বনেকের নেতারা।