Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ১৮, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইান ডেস্ক: ছাত্রলীগ থেকে অনুপ্রবেশের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ৬ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৪ নভেম্বর ঢাবি শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটি ঘোষণার পর কিছু অভিযোগ উত্থাপিত হলে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন– সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিমন, মাহাদী ইসলাম নিয়ন, জেন্ডার ন্যায্যতা ও সমতাবিষয়ক সম্পাদক সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ, সহপরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মামুন, রায়হান হোসেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়। পাশাপাশি এই তদন্ত প্রক্রিয়া চলমান থাকবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

জানা গেছে, অব্যাহতি পাওয়া সবার বিরুদ্ধেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বিগত দিনে তারা বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষোদ্গার করা ছাড়াও ছাত্রলীগের কর্মসূচিতে নিয়মিত ছিলেন।