Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

প্রতিবেদক
Dhaka Office
ডিসেম্বর ১৭, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। তবে তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ভুয়া মামলা প্রত্যাহার, সভা সমাবেশের অধিকারসহ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে দলের চেযারম্যানের কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা, সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেন জি এম কাদের।

ছাত্র-জনতা হত্যার বিচার চায় জাতীয় পার্টি এমন মন্তব্য করে জি এম কাদের বলেন, হত্যাকাণ্ডকে ব্যবহার করে মিথ্যা মামলা হচ্ছে, দুর্নীতি হচ্ছে। শাস্তি দেয়ার নামে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এতে গণঅভ্যুত্থানের আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।

তিনি আরও জানান, যেভাবে হানাহানি ঘটছে আগামীতে দেশ আবারও অন্ধকারে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন জাপা চেয়ারম্যান। এ সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসার হাইকোর্টের রায়কে স্বাগত জানান তিনি।