Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতের হাত থেকে রক্ষা পেল না অ্যাম্বুলেন্সও

প্রতিবেদক
Dhaka Office
জানুয়ারি ৯, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: হোক না অ্যাম্বুলেন্স তাতে কি? করতেই হবে ডাকাতি। একদল ডাকাত অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন এবং চালকের ওপর হামলা করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে গেছে।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটেছে। এ সময় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ফরিদপুর মেডিকেল কলেজে যাচ্ছিল। এ সময় ডাকাতরা রোগীর স্বজনদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে। এ ঘটনার পর মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. রায়হান ইসলাম শোভন জানান, বুধবার রাতে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি অ্যাম্বুলেন্স করে হার্ট অ্যাটাকের এক রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ নিয়ে যাচ্ছিল রোগীর স্বজনরা। এ সময় রাত ২টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা পৌঁছালে একদল ডাকাত অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে চালক ও রোগীর স্বজনদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। ডাকাতি শেষ করে অ্যাম্বুলেন্সের ৩টি গ্লাস ভেঙে ফেলে এবং অন্যান্য ক্ষতিসাধন করে।

তিনি আরও জানান, অ্যাম্বুলেন্সটির ক্ষতি হওয়ায় হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।