Durnitibarta.com
ঢাকাসোমবার , ৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

‘মৃত্যুর আগ পর্যন্ত আ.লীগের রাজনীতি করব না’

প্রতিবেদক
Dhaka Office
মার্চ ৩, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবে না বলে আদালতের কাছে আর্জি জানিয়েছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার। সোমবার (৩ মার্চ) বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক কাফরুল থানার এক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর শুনানিতে এই কথা বলেন তিনি।

এসময় কামাল আহমেদ মজুমদার বলেন,  ‘আমার ৭৬ বছর বয়স। আমার চোখে সমস্যা। ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ-খবর নিতে পারছি না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবো না। রাজনীতি থেকে ইস্তফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম।’

এছাড়া তিনি আরও বলেন, ‘কারাগারে ডায়াবেটিসের চেক করার জন্য ডিজিটাল কোনো যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না। এমনকি পবিত্র কোরআন শরীফও দেওয়া হয়নি। একের পর এক মামলা দেওয়া হচ্ছে। একের পর এক নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমার ওপর জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাক দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এজন্য আমি আপনার কাছে অনুরোধ করছি, ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস মাপার ডিজিটাল যন্ত্র এবং ডিজিটাল কোরআন শরীফ দেওয়ার ব্যবস্থা করা হোক।’