গৌরীপুর উপজেলা প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২৫-২৬ অর্থ বছরে ৫২ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৪১১ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এ অর্থ বছরে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত (স্থিতি) দেখানো হয়েছে ১ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৪১১ টাকা।
সোমবার (৩০ জুন/২৫)দুপুর ২টায় পৌরসভার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট ঘোষণা করেন পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
এ সময় উপস্থিত ছিলেন-পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার প্রমুখ।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা বলেন, এ বাজেট গৌরীপুর পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের একটি কার্যকর রূপরেখা প্রণয়নের চেষ্টা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা,ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

