Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১০ বছর পূর্তি উৎসব অনুষ্টিত

প্রতিবেদক
Dhaka Office
জুলাই ১০, ২০২৫ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যুব উন্নয়ন অধিদপ্তর অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ সদর-৩৫ এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১০ বছর পূর্তি ও ১১ বছর পর্দাপর্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যানিকেতন হাই স্কুলের হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসো আলোর সন্ধানে যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: নবী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পাবলিক প্রসিকিউটর নারায়ণগঞ্জ এড. মো: নবী হোসেন, প্রধান উপদেষ্টা ও আজীবন সদস্য এসো আলোর সন্ধানে যুব সংগঠন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম- ভাইস-চেয়ারম্যান বিদ্যানিকেতন হাই স্কুল, এড. রেজাউল করীম খান রেজা- উপদেষ্টা ও আজীবন এসো আলোর সন্ধানে যুব সংগঠন, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ সংগঠক শরীফ মোহাম্মদ আরিফ মিহির- উপদেষ্টা এসো আলোর সন্ধানে যুব সংগঠন, ইঞ্জিনিয়ার মো: নিজাম উদ্দিন- উপদেষ্টা ও আজীবন সদস্য এসো আলোর সন্ধানে যুব সংগঠন, আব্দুল আজিজ- উপদেষ্টা ও আজীবন সদস্য এসো আলোর সন্ধানে যুব সংগঠন, মো: মোজাম্মেল হোসেন লিটন- উপদেষ্টা ও আজীবন সদস্য এসো আলোর সন্ধানে যুব সংগঠন, এম হাসমতুল্লাহ সভাপতি দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি, নারায়ণগঞ্জ, নাছির উদ্দিন মন্টু, সাধারন সম্পাদক দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি,নারায়ণগঞ্জ, এম তাজেমুল ইসলাম সভাপতি শতায়ু নারায়ণগঞ্জ, মো: আব্দুল আলিম ভূইয়া স্বপন- আজীবন সদস্য এসো আলোর সন্ধানে যুব সংগঠন, আবুল হাছান- প্রতিষ্ঠাতা সদস্য, আমিরুল রসুল রানা- প্রতিষ্ঠাতা সদস্য, মো: সোহেল হাওলাদার- প্রতিষ্ঠাতা সদস্য, মো: ফয়সাল আহম্মেদ – আজীবন সদস্য, মো: মফিজুল ইসলাম- আজীবন সদস্য, অভিজিৎ রায় জয় সহকারী সাধারণ সম্পাদক, হাসিবুল ইসলাম শাকিল- কোষাধ্যক্ষ, হৃদয় মাহমুদ- প্রোগ্রাম সম্পাদক, কাজল সকার- সহকারী মহিলা বিষয়ক সম্পাদক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুভ সীচনা করা হয় তারপর মিলাদ ও দোয়া করা হয়, কেক কেটে ১০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, পরবর্তীতে আলোচনা সভা ও ফ্রেন্ডশিপ কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, উক্ত সংগঠনের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান এবং অতিথিদের সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
নতুন প্রজন্মের নতুন দিনে, এগিয়ে এসো আলোর সন্ধানে ” এই স্লোগান সামনে সমাজ কল্যান মুলক কাজ করে যাচ্ছে এসো আলোর সন্ধানে যুব সংগঠন।