গুগল ম্যাপস উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে গুগলের আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের ৮ জন লোকাল গাইডস।
জাপানের রাজধানী টোকিওতে গত ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিত হয় গুগলের এই আন্তর্জাতিক সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ লোকাল গাইডদের অংশগ্রহণে আয়োজিত এই মর্যাদাপূর্ণ আয়োজনে গুগল ম্যাপস টিম তাদের সর্বশেষ প্রযুক্তি, নতুন ফিচার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। পাশাপাশি অংশগ্রহণকারীদের মতামতও গ্রহণ করা হয়। বাংলাদেশের হয়ে এই সম্মেলনে অংশ নেন—মোঃ শফিউল বাশার, মাহাবুব হাসান, শাহ মোঃ সুলতান, শাকিল আখতার খান এবং বিশ্বজিৎ চক্রবর্তী।
এছাড়া মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী এবং জাপান প্রবাসী তৃষা ত্রিসুও সম্মেলনে অংশগ্রহণ করেন।
পুরো অনুষ্ঠানটির সকল ব্যয়ভার গুগলের পক্ষ থেকে বহন করা হয়। সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিরা গুগল ম্যাপস ব্যবহারের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন এবং বৈশ্বিক অংশগ্রহণকারীদের সঙ্গে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করেন।
উল্লেখ্য, গুগল লোকাল গাইডস হলো একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের নানা প্রান্তের মানুষ গুগল ম্যাপে তথ্য যোগ, ছবি-ভিডিও শেয়ার, রিভিউ প্রদানসহ নানাভাবে অবদান রাখছেন।
বাংলাদেশি লোকাল গাইডরা দেশের ঐতিহ্য, সংস্কৃতি, স্থাপনা ও স্থানীয় উদ্যোগগুলো গুগল ম্যাপের মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরছেন। এতে করে একদিকে যেমন দেশীয় পর্যটন ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান উপকৃত হচ্ছে, অন্যদিকে তেমনি বিশ্বের সামনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপিত হচ্ছে।
বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্বিত উপস্থিতি নিশ্চিত করায় অংশগ্রহণকারী সকল লোকাল গাইডসকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সচেতন নেটিজেনরা।

