Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ডাকসু নির্বাচনে ভোট পুনর্গণনার দাবি উমামা ফাতেমার

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। তিনি ওএমআর মেশিনে গণনার পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনার পাশাপাশি ভোটার তালিকা ও সিসিটিভি ফুটেজ উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বরাবর এক আবেদনপত্রে তিনি এ দাবি জানান।

উমামা ফাতেমা আবেদনপত্রে লেখেন, “নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইয়ের স্বার্থে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত করা, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটার প্রবেশের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা জরুরি।”

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট আটটি কেন্দ্রে একযোগে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে উমামা ফাতেমা ৩ হাজার ৩৮৯ ভোট পান। অপরদিকে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে বিজয়ী হন।