Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাকসু নির্বাচনে স্বামী-স্ত্রী প্রার্থী, দৃষ্টি কেড়েছে ক্যাম্পাসে

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে এবার আলোচনায় এসেছেন হাবিব-সানজিদা দম্পতি। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে তারা স্বামী-স্ত্রী দু’জনই ভিন্ন ভিন্ন পদে লড়ছেন।

হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কেন্দ্রীয় সংসদে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে তার স্ত্রী সানজিদা ইসলাম একই শিক্ষাবর্ষের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি মন্নুজান হল সংসদে সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

প্রচারণার বিষয়ে সানজিদা ইসলাম বলেন, “আমরা শুরু থেকেই বিভিন্ন ক্লাব-সংগঠনের সঙ্গে যুক্ত। সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিজ্ঞতা আমাদের শিক্ষার্থীদের জন্য কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা কিছু করতে চাই বলেই নির্বাচনে এসেছি।”

হাবিবুর রহমান বলেন, “আমাদের দক্ষতা ভিন্ন জায়গায়। তাই আমরা দুজন ভিন্ন পদে প্রার্থী হয়েছি। কেন্দ্রীয় সংসদে ১৯ নম্বর ব্যালটে আমি এবং মন্নুজান হলে ১ নম্বর ব্যালটে আমার স্ত্রী প্রার্থী হয়েছেন। আমরা প্রচুর সমর্থন পাচ্ছি। ইনশাআল্লাহ জয়ী হয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে চাই।”

তাদের একসঙ্গে প্রচারণা শিক্ষার্থীদের দৃষ্টি কেড়েছে। ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই স্বামী-স্ত্রীর প্রার্থিতা।