প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার এক ভার্চ্যুয়াল সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ স্থাপনসহ বিকল্প জ্বালানি এখন জরুরি। তিনি সতর্ক করে জানান, পারমাণবিক শক্তি বিকল্প হিসেবে বিবেচনা করা হলেও যেকোনো সিদ্ধান্তের আগে কঠোর গবেষণা ও সম্ভাব্যতা যাচাই প্রয়োজন।
অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেইজ বলেন, নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি নির্ভরযোগ্য, শূন্য-কার্বন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম এবং বাংলাদেশের শিল্প খাতকে দীর্ঘমেয়াদে শক্তিশালী সমর্থন দিতে পারে। তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাংকসহ বড় উন্নয়ন সংস্থাগুলোও এখন এ খাতের অর্থায়নে আগ্রহী।
ইউনূস জানান, সরকার ইতোমধ্যে নতুন জাতীয় বিদ্যুৎ নীতি প্রণয়ন করেছে, যেখানে সৌর জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশকে দ্রুত জীবাশ্ম জ্বালানি নির্ভরতা হ্রাস করতেই হবে।

