আবদুল কাদির :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শান্তি, স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বানে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজারে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় জাকের পার্টি, সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট, ছাত্র ও ছাত্র ফ্রন্টসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অন্যতম অন্তরায় হলো পেশিশক্তি ও কালো টাকার দৌরাত্ম্য। তাই এসব অপশক্তির প্রভাব চিরতরে নির্মূল করতে হবে। এতে সৎ, যোগ্য, স্বচ্ছ ও জনগণের প্রতি দায়বদ্ধ প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে।
তাঁরা আরও বলেন, “৫৪ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছেন—এখন একবার জাকের পার্টিকে সুযোগ দিন। সৎ মানুষকে ভোট দিন, গোলাপ ফুল প্রতীকে ভোট দিন।”
বক্তারা জাকের পার্টির লক্ষ্য ও আদর্শ তুলে ধরে বলেন, বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দলটি ইসলামের উদার, মানবিক ও শান্তির আদর্শে সমাজে ঐক্য প্রতিষ্ঠা, সংস্কার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করছে।
সভায় সভাপতিত্ব করেন মাইজবাগ ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. দুলাল মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক মো. রহমতুল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফ।
প্রধান বক্তা ছিলেন জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা উত্তর স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আমির হামজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাকের পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এখলাস উদ্দিন, এবং জাকের পার্টি যুব ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুল হোসেনসহ অন্য নেতৃবৃন্দ।
সভা শেষে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com