Durnitibarta.com
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ৮, ২০২৫ ৩:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের প্রাথমিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফকিরহাটি গ্রামের একটি মাঠে দুই গ্রামের শিশু-কিশোরদের মধ্যে ফুটবল খেলা চলছিল। এক পর্যায়ে খেলার মাঠে কথা-কাটাকাটির জেরে ফকিরহাটি গ্রামের এক কিশোর দক্ষিণ আড়িফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। এরপর বিষয়টি ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজন টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে ধানক্ষেতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”