
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনার রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তবে আরও অন্তত ৪ জনকে আটক করেছে পুলিশ।
ঘটনার দুদিন পর রোববার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে হত্যাচেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহারসহ বেশ কয়েকটি ধারায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিমসহ অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে।
ওসমান হাদিকে গুলির ঘটনায় র্যাব চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে মোটরসাইকেলের মালিক হান্নানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া আরও অন্তত ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। তবে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সঙ্কটাপন্ন অবস্থায় হাদিকে আজ বিকেলে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com