স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব প্রান্তের টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন মোছা: রোজিনা আক্তার (৩৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পত্তন উত্তরপাড়া (সুরুজ মিয়ার বাড়ি) এলাকার বাসিন্দা মো. ইয়ামিন মিয়ার স্ত্রী এবং তারা বানুর মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত ভৈরবপুর এলাকায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ঢাকা–সিলেট মহাসড়কের দক্ষিণ দিকের টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে আসামির ভাড়া করা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৭ হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এ বিষয়ে পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। ভৈরব এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলমান থাকবে।” গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ খাইরুল ইসলাম আল আমিন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৯৫ পাটবাজার (পুকুরপাড়), ঈশ্বরগঞ্জ পৌরসভা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ , ওয়েবসাইট-www.durnitibarta.com, মোবাইলঃ 01710-492468, ইমেইল- durnitibartadesk@gmail.com