Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য অধিদপ্তরের ৪ পদে বড় পরিবর্তন

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে নতুন করে অধ্যাপক ডা. খায়ের আহদে চৌধুরী ও অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে পদায়ন করেছে সরকার। একই সঙ্গে জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক পদেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ডা. খায়ের আহদে চৌধুরীকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ডা. মো. রিজওয়ানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। তবে রিজওয়ানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে পুনরায় অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ডা. মো. জানে আলম মৃধাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি এবং একই ইনস্টিটিউটে সংযুক্ত ছিলেন।