Durnitibarta.com
ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফের বিমান হামলা করল পাকিস্তান, পাল্টা জবাব আফগানিস্তানের

প্রতিবেদক
Dhaka Office
অক্টোবর ১৮, ২০২৫ ৩:১২ পূর্বাহ্ণ
Link Copied!

সাম্প্রতিক সংঘাত থামাতে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরই আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৭ অক্টোবর) রাতের দিকে পাকতিকা প্রদেশের একাধিক এলাকায় এ হামলায় অন্তত ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস।প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি বাহিনীর এই হামলার পর আফগান সেনারা পাল্টা হামলা শুরু করেছে। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

আফগান তালেবান সরকারের জাতীয় রেডিও ও টেলিভিশন জানিয়েছে, পাকতিকার উরগুন ও বারমাল জেলায় হামলায় নারী ও শিশুসহ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, রাতের দিকে পাকিস্তানি ড্রোন আবাসিক এলাকায় বোমা নিক্ষেপ করে।

এর আগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে বিশ্লেষকদের মতে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিশ্বাসের অভাব এবং সীমান্ত ইস্যুতে উত্তেজনাই এই নতুন সংঘাতের সূত্রপাত ঘটিয়েছে।