Durnitibarta.com
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সরকারি চাকরিজীবী ছাড়া আর কেউ হতে পারবেন না বলে নতুন প্রবিধান জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নবম গ্রেড ও এর ওপরের পদে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই দায়িত্ব পালন করতে পারবেন।

সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি নির্ধারণ করা হয়েছে। অন্য পদগুলোতে আগের নিয়ম বহাল থাকবে বলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এরপর ১ ডিসেম্বর থেকে সব অ্যাডহক কমিটি বাতিল হয়ে যাবে।