রাঙ্গামাটির ননিয়াচর উপজেলার কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় জিতেশ দেওয়ান নামে আরও এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। জিতেশ দেওয়ান খাগড়াছড়ি সরকারি কলেজে এইচএসসিতে অধ্যয়নরত ছিলেন।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসে নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় কাপ্তাই হ্রদের শাখা চেঙ্গি নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নিখোঁজ হন দুই কলেজছাত্র। পরে বৃহস্পতিবার দুপুরে ডেনিজন চাকমার(১৭) মরদেহ উদ্ধার করা হয়। সবশেষ শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয়রা দেওয়ান নামে আরও এক তরুণের মরদেহ উদ্ধার করে।
নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম বলেন, নৌকাডুবির ঘটনায় দেওয়ান নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।