Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি

প্রতিবেদক
Dhaka Office
অক্টোবর ৩, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি স্থলভাগে এসে স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। তবে নিম্নচাপটির প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ওড়িশার গোপালপুর উপকূল দিয়ে নিম্নচাপটি স্থলে উঠে আসে। বর্তমানে এটি ভারতের উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে (নম্বর ৫)।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে উত্তাল রয়েছে সমুদ্র।

এই অবস্থায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে।