Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

প্রতিবেদক
Dhaka Office
অক্টোবর ৩, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি স্পষ্টভাবে বলেন, সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ না করলে পাকিস্তানকে ভূগোলে তার স্থান ধরে রাখার জন্য লড়াই করতে হবে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই সতর্কবার্তা দেন।

দ্বিবেদী বলেন, “অপারেশন সিন্দুর ১.০-তে আমরা সংযম দেখিয়েছিলাম। এবার আর সে সংযম থাকবে না। পাকিস্তানকে আমরা এমন জবাব দেব, যাতে তারা ভেবে দেখতে বাধ্য হবে—ভূগোলে তাদের টিকে থাকা সম্ভব হবে কি না।” তিনি আরও যোগ করেন, “যদি পাকিস্তান ভৌগোলিক অস্তিত্ব ধরে রাখতে চায়, তবে সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় সমর্থন অবিলম্বে বন্ধ করতে হবে।”

ভারতীয় সেনাপ্রধান শুধু হুঁশিয়ারিই দেননি, সৈন্যদের প্রস্তুতও থাকতে বলেছেন। তিনি বলেন, “ঈশ্বরের ইচ্ছা হলে তোমরা শিগগিরই একটি সুযোগ পাবে। শুভকামনা।”

এনডিটিভি জানিয়েছে, দ্বিবেদীর এই বক্তব্য ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংয়ের আগের দিনের মন্তব্যের পর আসে। সেনাপ্রধান বলেন, অপারেশন সিন্দুর চলাকালে ভারত প্রতিশ্রুতিবদ্ধ ছিল—কোনো নিরীহ প্রাণহানি ঘটবে না এবং অযৌক্তিক সামরিক স্থাপনা টার্গেট করা হবে না। মূল লক্ষ্য থাকবে সন্ত্রাসীদের ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র ও পরিকল্পনাকারীদের ধ্বংস করা।

প্রসঙ্গত, গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দুই প্রতিবেশী দেশ যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। পাল্টাপাল্টি বিমান হামলায় উভয় দেশই একে অপরের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। বৈশ্বিক চাপের মুখে ও পারস্পরিক সমঝোতায় ১০ মে থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।