Durnitibarta.com
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তারাকান্দার মেয়ে ঋতু যৌতুক-পরকীয়াতায় বলি, মানববন্ধনে অভিযোগ এলাকাবাসীর

প্রতিবেদক
Editor
অক্টোবর ৫, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি :
যৌতুক ও পরকীয়তার কারণে ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া চরবড়বিলা এলাকায় পরিকল্পিতভাবে গৃহবধূ ঋতু আক্তার (২৮) কে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার এবং এলাকাবাসি। রোববার (৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনের সড়কে প্রায় আধা ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এই অভিযোগ করা হয়।
এর আগে মানববন্ধনকারিরা নগরীর কাচারি রোডস্থ ডিআইজি কার্যালয়ের সামনে এ ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন মৃত ঋতু আক্তারের বাবা আব্দুর রাজ্জাক, এলাকার বাসিন্দা খাইরুল হক, আবুল হাসিম, হালিমা খাতুন ও মমতাজ বেগম প্রমূখ।
সমাবেশে তারা অভিযোগ করেন, ঋতু আক্তার দরিদ্র পরিবারের সহজ সরল মেয়ে। কিন্তু তার স্বামী লম্পট এবং খুনি। পরকীয়ার কারণে সে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। থানা পুলিশও তাদের এই নাটক বিশ্বাস করে অপমৃত্যু মামলা করেছে। আমরা উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে এই হত্যাকান্ডের বিচার চাই।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে তারাকান্দা উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে ঋতু আক্তারের সঙ্গে বিয়ে হয় সদর উপজেলার চরঈশ্বরদিয়া চরবড়বিলা এলাকার সারোয়ার হোসেনের। তাদের দাম্পত্য জীবনে