Durnitibarta.com
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গায়ক তানজীব সারোয়ারের বাগ্‌দান সম্পন্ন, কনে সেনা কর্মকর্তা সাবা সানজিদা রহমান

প্রতিবেদক
Dhaka Office
অক্টোবর ১২, ২০২৫ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার মিরপুর সেনানিবাস এলাকার সিএসডিতে তার বাগ্‌দান সম্পন্ন হয়েছে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাবা সানজিদা রহমানের সঙ্গে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তানজীব সারোয়ার বলেন, “হ্যাঁ, আমাদের এনগেজমেন্ট হয়েছে। একেবারে পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাই উপস্থিত ছিলেন।”

পরিচয় প্রসঙ্গে তানজীব জানান, “২০১৪ সালে আমার গাওয়া ‘দিল আমার’ গানটি প্রকাশের পর আমি ছায়ানটে গান শেখা শুরু করি। তখন সাবা নজরুলসংগীতে তালিম নিচ্ছিল। সেখানেই সে প্রথম আমাকে দেখে। এরপর ফেসবুকে আমার ‘দিল আমার’ গানের পোস্টে মন্তব্য করে প্রশংসা জানায়। তারপর দীর্ঘ ১০ বছর আমাদের আর কোনো যোগাযোগ ছিল না। এ বছরের শুরুতে তার একটি পেইন্টিং ফেসবুকে দেখে আমি মন্তব্য করি—সেখান থেকেই আবার কথা শুরু হয়।”

তিনি আরও বলেন, “পরে জানতে পারি সাবা এখন সেনা কর্মকর্তা। আমি সরাসরি বলি, এখন প্রেম করার বয়স পার হয়ে গেছে, সম্পর্কটা যদি এগিয়ে নিতে চাই, তাহলে বিয়ে করাটাই শ্রেয়। দুই পরিবারের সম্মতিতে আমরা আংটিবদলের সিদ্ধান্ত নিই। সময়–সুযোগ বুঝে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।”

কনে প্রসঙ্গে তানজীব বলেন, “আমাদের সম্পর্কটা অনেক ইন্টারেস্টিং—সে আর্মি অফিসার, আমি গায়ক। পৃথিবীর ইতিহাসে এমন জুটি বিরল। আমার জানা মতে, কোনো দেশে এখনো আর্মি অফিসার ও গায়কের বিয়ে হয়নি। সাবা আর্মিতে লং কোর্স করেছে, বর্তমানে লেফটেন্যান্ট পদে কর্মরত। তাদের বাড়ি ঢাকার ওয়ারীতে।”

২০১১ সালে ‘অন্দরমহল’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তানজীব সারোয়ার। পরের বছরগুলোতে প্রকাশ পায় তার জনপ্রিয় অ্যালবাম মেঘবরণ (২০১৪) ও হৃদমোহিনী (২০১৬)। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’—এই তিনটি গান তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের গা ছুঁয়ে বলো গান দিয়ে সিনেমার গানে অভিষেক ঘটে তার। সম্প্রতি ‘পায়েল’ চলচ্চিত্রে কোনালের সঙ্গে তার গাওয়া গানও প্রশংসা কুড়িয়েছে।

তানজীব ও সাবা সানজিদার বিয়ের আনুষ্ঠানিকতা শিগগিরই সম্পন্ন হবে বলে জানা গেছে।