Durnitibarta.com
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম, পুলিশ সার্জেন্ট ক্লোজড

প্রতিবেদক
Dhaka Office
নভেম্বর ৮, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক পুলিশের এক সদস্যকে ক্লোজ (দায়িত্ব থেকে প্রত্যাহার) করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে (বিপি নং ৯২১৫১৭৪১৩২) প্রশাসনিক কারণে অত্র বিভাগ থেকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।”

এতে আরও উল্লেখ করা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদ গাড়িতে উঠতে গেলে সার্জেন্ট আরিফুল ইসলাম তার পা ছুঁয়ে সালাম করেন। সেই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।