সদ্য জারি হওয়া ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ অনুযায়ী অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।
তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা যদি সাইবার স্পেসে জুয়া খেলার উদ্দেশ্যে অ্যাপ, পোর্টাল বা ডিভাইস তৈরি, পরিচালনা, অংশগ্রহণ, সহায়তা বা বিজ্ঞাপন প্রচার করে তবে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
অধ্যাদেশের ২০ ধারা অনুসারে, এসব অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। পাশাপাশি অনলাইন জুয়া বন্ধে সকল গেটওয়ে, অ্যাপ, লিংক, ওয়েবসাইট ও বিজ্ঞাপন দ্রুত বন্ধ, ব্লক বা অপসারণের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকে অবহিত করা হয়েছে।