Durnitibarta.com
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে আ’লীগের এক নেতা গ্রেফতার

প্রতিবেদক
Editor
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০শে সেপ্টেম্বর) ভোররাতে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত জনাব আলী ফকির উপজেলার বওলা গ্রামেন বাসিন্দা। সে বওলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আওয়ামী লীগের নেতা জনাব আলী ফকির এলাকায় বিশৃঙ্খলা/নাশকতা সৃষ্টির জন্য পরিকল্পনা করছেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে ভোররাতে গ্রেফতার করেন। তার নামে মামলাও রয়েছে। পরে তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।