Durnitibarta.com
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর হাজারীবাগ থেকে শটগান উদ্ধার

প্রতিবেদক
Dhaka Office
অক্টোবর ১২, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সেনাবাহিনীর অভিযানে ঢাকা জজ কোর্টের আইনজীবীর মোঃ মোশারফ হোসেন কাজলের বাসা থেকে শটগান উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর হাজারীবাগ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের অধীনে থাকা সাইন্সল্যাব আর্মি ক্যাম্প এই অভিযান পরিচালনা করেন।

প্রাথমিকভাবে জানা যায় যে, উক্ত শটগানটি তার দেহরক্ষী কর্তৃক এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি ও অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো। পরবর্তীতে শট গানটি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।