Durnitibarta.com
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে ফসলি জমিতে জোরপূর্বক ভেকু দিয়ে মাটি কেটে ফসল নষ্টের অভিযোগ

প্রতিবেদক
Editor
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফসলি জমি নষ্ট করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে প্রতিবেশী মুস্তাকিম মিয়া ওরফে মোস্তাদুল হক মিয়ার বিরুদ্ধে। তিনি আমন রোপিত জমির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে ফসল নষ্ট করছেন এমন দাবি ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা কামালের। মুস্তাকিম মিয়া ওরফে মোস্তাদুল হক মিয়া উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে।
সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা যায়, মুস্তাকিম মিয়া ওরফে মোস্তাদুল হক মিয়া বাড়ি বানানোর জন্য প্রতিবেশী মোস্তফা কামালের ফসলি জমির মাটি জোরপূর্বক ভেকু মেশিন দিয়ে কাটছেন। স্থানীয় আশপাশের লোকজনসহ জমির মালিক মোস্তফা কামাল বাধা দিয়েও মাটি কাটা বন্ধ করতে না পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিকাটা বন্ধ করে দেয়।
ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কারণে জমির শ্রেণি পরিবর্তন সহ রোপিত আমন ধান নষ্ট করেছে। আশপাশের জমিও হুমকির মুখে পড়ছে। এ নিয়ে জমির মালিক ও স্থানীয় লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির মালিক মোস্তফা কামালের অভিযোগ, প্রতিবেশী মুস্তাকিম জোর করে তার আমন রোপিত ফসলী জমির মাটি ভেকু দিয়ে কেটে গর্ত করেছে। তিনি বাঁধা দিলেও তা না মেনে জোরপূর্বক মাটি কাটা চালিয়ে গেছেন পরে পুলিশে অভিযোগ করলে ঘটনাস্থলে পুলিশ এসে মাটি কাটা বন্ধ করেন।
অভিযুক্ত মুস্তাকিম মিয়া ওরফে মোস্তাদুল হক মিয়া বলেন, মাটি কেটে নেয়া ফসলী জমিটি মোস্তফা কামালের কাছ থেকে তিনি ক্রয় করেননি। তবে প্রায় ৮/৯ বছর পূর্বে মোস্তফা কামালের কাছ থেকে ১৫ শতক জমি তিনি অন্য দাগে ক্রয় করেছেন। এতবছর পার হলেও ওই জমি তিনি লিখে দিতে পারেননি। তাই তিনি এই জায়গাটি দখল করে বাড়ি বানানোর উদ্দেশ্যে মাটি কাটছেন।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রাহমান জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে আসছে। দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে। দুই পক্ষের কাগজপত্র দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।