Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

প্রতিবেদক
Dhaka Office
অক্টোবর ৩, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

শারজায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পথমে বাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করে আফগানিস্তান। জবাবে ৪ উইকেট ও ৮ বল হাতে রেখে লক্ষ্য টপকে যায় টাইগাররা।

আফগানিস্তানের দেওয়া ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ১০৯ রানের জুটিতে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ।

তবে ৫৪ রানে পারভেজ ইমনের বিদায়ের পর ছন্দপতন হয় টাইগারদের ইনিংসে। এরপর রশিদ খানের ঘূর্ণিতে একে একে ফিরে যান সাইফ হাসান, ফিফটি করা তানজিদ তামিম, জাকের আলী, শামিম হোসেন। নুর আহমেদের বলে তানজিম সাকিব এলবিডব্লু হলে ১০৯ রানে শূন্য ইউকেট থেকে ১১৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে ম্যাচ বের করে আনেন নুরুল হাসান সোহান।
সোহান ২৩ রানে ও রিশাদ ১৪ রানে অপরাজিত থেকে ৮ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
রশিদ খান নেন ৪ উইকেট। একটি করে উইকেট শিকার করেন ফরিদ মালিক ও নুর আহমেদ।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান।

সেখান থেকে রহমানুল্লাহ গুরবাজের ৪০ ও মোহাম্মদ নবীর ৩৮ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে আফগানিস্তান।
রিশাদ ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন। তাসকিন, মুস্তাফিজ ও নাসুন নেন এক উইকেট করে।