Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে আওয়ামী লীগের সক্রিয় নেতা আল আমিন গ্রেপ্তার

প্রতিবেদক
Editor
অক্টোবর ১৪, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সক্রিয় এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। (১৪ অক্টোবর) মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আল আমিন (২২), পৌরসভার গোদারিয়া উত্তর এলাকার আবু তাহের ও নাজমা বেগমের ছেলে। সে আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল হাদি বলেন, আল আমিনের নামে সন্ত্রাস বিরোধী, রাষ্ট্রবিরোধী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীর উপর হামলা সহ অনেক অভিযোগ পাওয়া যায়। এছাড়াও সে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হয়ে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এ সকল অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগত ব্যবস্থার মাধ্যমে মামলা রুজু করে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছ।