গৌরীপুর(ময়মনসিংহ)উপজেলা প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম মাহফুজ উদ্দিন মাহফুজের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) জুম্মার নামাজ শেষে ইউনিয়নের পুম্বাইল, টেংগুরিয়াকান্দা ও তালিমুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৭নং রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার আকাশ ও এসকে সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য তাওহিদুল ইসলাম সরকার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মিয়াদ মিয়া, ছাত্রনেতা রাজন, আমিনুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় আলেম, ছাত্রদলের নেতাকর্মী এবং মরহুমের আত্মীয়স্বজন দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বক্তারা মরহুম মাহফুজ উদ্দিন মাহফুজের ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন আদর্শবান, সৎ ও নিবেদিতপ্রাণ ছাত্রনেতা, যিনি সংগঠনের উন্নয়ন ও ছাত্রসমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

