Durnitibarta.com
ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

প্রতিবেদক
Dhaka Office
ডিসেম্বর ১০, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে একটি জমকালো র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালিতে ব্যানার হাতে মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সিনিয়র সহ -সভাপতি মিজানুর রহমান মানিক ভূঁইয়া বলেন, “মানবাধিকার একটি মৌলিক বিষয়। সমাজের সকল স্তরে বৈষম্য দূর করে প্রতিটি মানুষের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই এই দিবসের মূল লক্ষ্য। শুধু আইন দিয়ে নয়, মানুষের মন থেকে মানবিকতার চর্চা বাড়াতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ সভাপতি গ্রাম ডাক্তার নিখিল চন্দ্র বিশ্ব শর্মা বলেন, দেশে ও বিদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে নারী ও শিশুর অধিকার রক্ষায় আরও বেশি সচেতনতা জরুরি।

উপস্থিত সুধীজনরা বিশ্বজুড়ে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দিবসটি উদযাপনের এই আয়োজন স্থানীয় জনগণের মধ্যে মানবাধিকার সম্পর্কে নতুন করে সচেতনতা সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাংঘঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রুবেল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ জাকির হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মিয়া প্রমুখ।