নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহে অনুষ্ঠিতব্য বইমেলাকে লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেছেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। তিনি বলেন, বইমেলা শুধু সাহিত্য ও সৃষ্টিশীলতার বিকাশই ঘটায় না, এটি সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। আমাদের ঐতিহ্য রক্ষা, মননশীলতা চর্চা এবং সাংস্কৃতিক অগ্রগতিতে বইমেলা অনন্য ভূমিকা রাখে।
বুধবার (১০ ডিসেম্বর/২৫) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কমিশনার ফারাহ শাম্মী জানান, আগামী ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমাল হোসেন আজাদ। এছাড়া ১৫ ডিসেম্বর মেলার সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি আরও জানান, এবারের বইমেলায় ১০টি সরকারি ও ৬২টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৭২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ০৯ দিনব্যাপী আয়োজিত এই মেলা প্রতিদিন বিকেল ৩:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কচিকাঁচার উৎসব, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও অন্যান্য অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০:০০টা থেকে।
বিভাগীয় কমিশনার আশা প্রকাশ করেন, বইমেলা সাহিত্য সংস্কৃতির প্রসারে এক অনন্য ভূমিকা রাখবে এবং পাঠক-লেখকের মেলবন্ধন আরও জোরদার করবে।

