Durnitibarta.com
ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ শুরু করে তারা জোহা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন যে আগামী ২৫ তারিখের রাকসু নির্বাচনকে সামনে রেখে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগত সুবিধার জন্য এই অবৈধ পোষ্য কোটা পুনর্বহালের দাবি উত্থাপন ও তা বাস্তবায়ন করেছেন। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের স্বার্থের চেয়ে এখানে পারস্পরিক সুবিধাই লক্ষ্যনীয়।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের স্লোগান দেন—‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, পোষ্য কোটা ফিরিয়ে নে’, ‘পোষ্য কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘২৪-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘জামাই কোটার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘অবৈধ সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি।

সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের নেতা সালমান সাব্বির বলেন, মীমাংসিত ইস্যু পুনরায় সামনে আনা হলে আমরা এখনই, ও কঠোর উদ্যোগ নেব। তিনি জানিয়েছেন, কোটা ইতিমধ্যে বাতিল হয়ে গেছে—এটি দ্রুত বাতিল না করা হলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি গ্রহণ করবে এবং রাকসু নির্বাচন নির্ধারিত ২৫ তারিখেই অনুষ্ঠেয় করতে হবে; কোনো দেরি তারা মেনে নেবে না।

জোটের অন্য এক নেতা মুজাহিদ ইসলাম মন্তব্য করেন, রাকসু বানচাল করার ষড়যন্ত্র চলছে; প্রশাসনের হঠকারি সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থী ও সংগঠনগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। তিনি সাম্য ও যোগ্যতার ভিত্তিতে ভর্তি গ্রহণের দাবি জানান এবং অনৈতিক সুবিধাভোগীদের কড়া নিন্দা জানান।

এক শিক্ষার্থী বলেন, উপাচার্য ইতিমধ্যে পোষ্য কোটাকে বাতিল করেছেন—তাই ছুটির আগের দিনে এই অন্যায় কোটা পুনরায় চালু করা হবে তাদের গৃহীত হতে দেওয়া হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো অনৈতিক বা অযৌক্তিক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না এবং পোষ্য কোটার মাধ্যমে কাউকে ভর্তি করতে দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—যেখানে সেই রুমের তালা চিরতরে বন্ধ করার হুশিয়ারিও দেওয়া হয়।