Durnitibarta.com
ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের মার্চ

প্রতিবেদক
Dhaka Office
ডিসেম্বর ১৫, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে মার্চ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে ডাকসু ভবনের সামনে থেকে সমবেত ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই মার্চ শুরু হয়। মিছিলটি টিএসসি হয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল,  জাহাঙ্গীরের দুই গালে, পেঁয়াজ মারো তালে তালে, সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ, এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে, আমরা সবাই হাদি হবো,হাদির মুখে কথা ক’বো’ ইত্যাদি।

ডাকসুর সমাজসেবাবিষয়ক সম্পাদক এবি জুবায়ের জানান, ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এই কর্মসূচি পালন করছি। ডাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া হবে।

তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে।