গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি :
গৌরীপুরে শুক্রবার যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে অগ্রদূত আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রয়াত স্বজন নুরুল আমিন, সাবেক কাউন্সিলর মোস্তফা কামাল, ব্যবসায়ী শামছুল হক, সেলিম চৌধুরী, ছড়াকার আজম জহিরুল ইসলাম, স্বজনের সাবেক সভাপতি অধ্যাপক কাজী এমএ মোনায়েম স্মরণে কুরআনখানি ও তাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী,ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, সাবেক ভাইস চেয়ারম্যান তানজিন চৌধুরী লিলি, সিধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, ব্যবসায়ী মো. আজিজুল হক, আল আমিন, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামাল হোসেন, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, স্বজনের গৌরীপুর স্বজনের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি অধ্যাপক আহসানুল হক, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাবেক সহসভাপতি হুমায়ুন কবীর প্রমুখ।