Durnitibarta.com
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় জনজীবন স্থবির

প্রতিবেদক
Dhaka Office
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানী ঢাকায় সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে অফিসগামী মানুষ থেকে শুরু করে সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সকাল পৌনে ৬টা থেকে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা এর আগের রাতের থেমে থেমে বৃষ্টির সঙ্গে মিলিত হয়ে শহরের প্রধান সড়কগুলোসহ অলিগলিও প্লাবিত করে।

সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, নিউমার্কেট, আসাদগেট ও জিগাতলা এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকতে দেখা যায়। ফলে রিকশা, প্রাইভেটকার ও বাস চলাচল ব্যাহত হয়।

চাকরিজীবী শামীমা নাসরিন জানান, কারওয়ান বাজারের অফিসে যেতে গিয়ে তাকে গ্রিনরোড এলাকায় হাঁটুপানি ডিঙিয়ে যেতে হয়েছে। আরেক চাকরিজীবী শিপন আহম্মেদ বলেন, ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ ও মতিঝিলের রাস্তায় কোমরসমান পানি পার হয়ে তিনি কর্মস্থলে পৌঁছেছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় এ বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, দেশের উপকূলীয় অঞ্চলসহ প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হচ্ছে। তিনি আরও বলেন,

“আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং আরও বৃষ্টি হতে পারে।”

হঠাৎ ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় রাজধানীবাসীর দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়েছে। অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে।