Durnitibarta.com
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলা: সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
Dhaka Office
অক্টোবর ৭, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়ায় দৈনিক দেশ তথ্য পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার সহ-সম্পাদক সাংবাদিক রফিকুল্লাহ কালবি-এর উপর সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ ।

প্রতিবাদ লিপিতে বলা হয়, এই ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা শুধুমাত্র একজন ব্যক্তির ওপর নয়, এটি গোটা সাংবাদিক সমাজ, গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের ওপর পরিকল্পিত আঘাত।

সত্য ও ন্যায়ের পথে কলম ধরার কারণে একজন সাংবাদিকের জীবনকে হুমকির মুখে ফেলা মানে সমাজের বিবেকের কণ্ঠরোধ করা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বাধীন গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, এবং এই স্তম্ভের ওপর হামলা আসলে গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করার সমান।

রফিকুল্লাহ কালবি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া অঞ্চলে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তার মতো একজন নিবেদিতপ্রাণ সাংবাদিকের ওপর এ ধরনের হামলা আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।

এটি প্রমাণ করে যে, দেশে সাংবাদিকরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারবার জীবনের ঝুঁকিতে পড়ছেন। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়।

আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি—

১. হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. আহত সাংবাদিক রফিকুল্লাহ কালবি এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি স্থায়ী নীতিমালা ও সুরক্ষা কাঠামো গড়ে তুলতে হবে।

৪. সাংবাদিকদের ওপর হামলার সকল মামলার দ্রুত বিচার নিশ্চিত করে উদাহরণ স্থাপন করতে হবে।

“সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ” এর প্রধান মোঃ খায়রুল আলম রফিক বলেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিক রফিকুল্লাহ কালবি একজন সাহসী, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। সত্য ও ন্যায়ের পথে থাকার কারণে তার ওপর হামলা চালানো হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রশাসনের প্রতি আহ্বান জানাই, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। সাংবাদিক সমাজকে ভয় দেখিয়ে সত্য রোধ করা যাবে না আমরা ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়ব।”

সংগঠনের পরিচালক (প্রশাসন ও এডমিন) খাইরুল ইসলাম আল আমিন বলেন, “দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকরা গণমানুষের কণ্ঠস্বর, তাদের ওপর আক্রমণ আসলে সমাজের বিবেকের ওপর আঘাত।

তিনি আরও বলেন, আমরা চাই প্রতিটি সাংবাদিক যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারে। সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ সর্বদা নিপীড়িত সাংবাদিকদের পাশে থাকবে, তাদের আইনি, নৈতিক ও মানবিক সহায়তা প্রদান এবং নিহত ও নির্যাতিত সাংবাদিকদের তালিকা করবে।

এই ঘটনার দ্রুত বিচার না হলে এটি ভয়াবহ নজির তৈরি করবে যা আমরা কোনোভাবেই মেনে নেব না।” আমরা রফিকুল্লাহ কালবির দ্রুত সুস্থতা কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি। গণতন্ত্র, মানবাধিকার ও সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।