খাইরুল ইসলাম আল আমিন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ সংসদীয় আসনের প্রার্থীদের যাচাই বাছাইয়ে ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার যাচাই বাছাইয়ে বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় ৩জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন, দলীয় প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার, ন্যাশনাল পিপলস্ পার্টি থেকে আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন একেএম ওয়াহিদুজ্জামান, খিজির হায়াত খান, কানিজ ফাতেমা।
উল্ল্যেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ ময়মনসিংহ-৮ আসনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিন পর্যন্ত ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে ওই আসনে দলীয় প্রার্থী হিসেবে ২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪জন প্রতিদ্বন্দীতা করার লক্ষ্যে মনোনয়ন দাখিল করেন। বাকি ২ জন ময়মনসিং জেলা নির্বাচন অফিস কার্যালয়ে দাখিল করেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার শেষ দিনে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাদের মধ্যে দলীয় প্রার্থী রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার, ন্যাশনাল পিপলস্ পার্টি থেকে আব্দুল্লাহ আল মামুন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী নারী নেত্রী কানিজ ফাতেমা, একেএম ওয়াহিদুজ্জামান ও খিজির হায়াত খান।